২০২১ এর ২ সেপ্টেম্বর ৪০ বছর বয়সে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তাঁর আকস্মিক প্রয়ানে যেমন ভক্তরা মর্মাহত হয়েছিলেন ঠিক তেমনই সিদ্ধার্থর মৃত্যু তাঁর প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলের ভালবাসা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল।
সিদ্ধার্থর মৃত্যুতে শেহনাজ এতটাই ভেঙে পড়েন যে বেশ কয়েকদিন বাড়ির বাইরে পা রাখেননি। এরপর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। শেহনাজ ঘুরে দাঁড়িয়েছে।
সম্প্রতি নারীশক্তির সচেতনতা প্রসারে এক অনুষ্ঠানে যোগ দেন বিগ বসের খ্যাতনামা প্রতিযোগী। সেখানেই অংশগ্রহণকারী মেয়েদের শোনান নিজের জীবন-কাহিনি শোনান অভিনেত্রী। শেহনাজ বলেন বলেন, ‘‘মেয়েদের নরমসরম, অসহায় ভাবার দিন ফুরিয়েছে। আমরা মোটেই বেচারি নই। আমায় দেখো, আমি মানসিক ভাবে কতটা শক্ত। জীবনের যে কোনও সমস্যার মুখোমুখি হতে চাইলে আমার থেকে শিক্ষা নিতে পারো। ধাক্কা খেলে তবেই তো মানুষ শেখে। আমারও সেটাই হয়েছে।’’
আরও পড়ুনঃ শিয়রে ঘূর্ণিঝড় 'অশনি', সংকেত মৌসম ভবনের
- More Stories On :
- Shehnaz Gill
- Siddharth Shukla