শাহরুখ খানের কপালে চিন্তার ভাঁজ। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে আটক করা হল শাহরুখ খানের খেলে আরিয়ান খান কে। কিন্তু কেন? শনিবার রাতে মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ান কে আটক করেছে এনসিবি।
এরকম একটা খবর পেয়ে নিজেকে স্থির রাখতে পারেননি কিং খান। এই খবরটা পেতেই তড়িঘড়ি শুটিং বাতিল করলেন তিনি। স্পেনে 'পাঠান' ছবির শুটিংয়ের কাজ করছিলেন। শাহরুখ -দীপিকা অভিনীত ছবিটির একটি গানের দৃশ্যের শ্যুটিং চলছিল বলে জানা গিয়েছে। 'পাঠান' ছবির প্রোডাকশন টিম সূত্রে জানা গিয়েছে আপাতত আজকের শুটিং ক্যান্সেল করেছেন শাহরুখ। এই শুটিংয়ের জন্য টানা ডেট দেওয়া ছিল শাহরুখের। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে খবর আপাতত শাহরুখ যত দ্রুত সম্ভব মুম্বই ফিরতে চাইছেন । এদিকে যতক্ষণ না ফিরতে পারছেন ততক্ষণ মোবাইলে এনসিবি কর্তাদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছেন শাহরুখ। জানা গেছে সম্ভবত শাহরুখের নির্দেশে আরিয়ান সত্য স্বীকার করে নিয়েছেন। শাহরুখই ছেলেকে বলেছেন এনসিবি অফিসারদের তদন্তে সহযোগিতা করতে।
এনসিবি সূত্রে খবর, কোরডেলিয়া লাইনারের ক্রুজ থেকে উদ্ধার হয়েছে কোকেন, হাশিস, এমডিএমএ (এক্সট্যাসি হিসাবে পরিচিত), মেফেড্রোন ও চরস। ক্রুজে এমন কিছু হতে পারে এটা আগাম খবর ছিল। তাই গোপন অভিযান চালায় এনসিবি। নেতৃত্বে ছিলেন এনসিবির জোনাল ডাইরেক্টর সমীর ওয়াংখড়ে। তাঁরা সেখানে যাত্রীর বেশে গিয়েছিলেন। মুম্বই ছাড়তেই শুরু হয় অভিযান: ক্রুজে রেভ পার্টি শুরু হয় তা মুম্বই ছাড়তেই। যখন সেটা মাঝ দরিয়ায় ছিল, শুরু হয়ে যায় ড্রাগের নেশা। তত্পর হয়ে ওঠেন এনসিবি-র আধিকারিকরা। মাদক নেওয়ার অপরাধে বেশ কয়েকজনকে আটক করা হয়। ধৃতরা খোলাখুলি অবৈধ মাদক নিচ্ছিল। সাত ঘণ্টার তল্লাশি অভিযান চলে। তা শেষ হওয়ার পর ক্রুজ রওনা হয় মুম্বইয়ের দিকে। সেখানকার বেশ কয়েকটি ঘরেও তল্লাশি চালানো হয়। আরও কয়েকটি বাকি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করার জন্য আইনি পরামর্শ নিচ্ছে।
- More Stories On :
- Rave party
- Aryan Khan