স্বেচ্ছাসেবী সংস্থা 'লেক গার্ডেনস বর্ণপরিচয়'-এর পক্ষ থেকে শারদ সম্মান এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হল হাজরার সুজাতা সদন মঞ্চে। ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা শারদ সম্মান অনুষ্ঠানটির অষ্টম বর্ষে ১৭৫টি পুজো কমিটির মধ্যে ১২টি পুজো কমিটি, ২টি আবাসন এবং ২ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। এছাড়া মহালয়াতে যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় তার মধ্যে থেকে ১২ জন প্রতিযোগী বিজয়ী হিসাবে ঘোষিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, অতীশ ভট্টাচার্য, অভিনেত্রী রুমা ভদ্র, মডেল ডিম্পি ঘোষ, সুস্মিত ঘোষ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি হয় লেক গার্ডেনস বর্ণপরিচয়-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট দেবাদিত্য রায়চৌধুরী এবং প্রধান সংগঠক রণি দে'র উদ্যোগে।
সেরার সেরা পুরস্কার (সবথেকে বেশি বাজেট) জেতে দম দম তরুণ দল, সেরার সেরা পুরস্কার (সবথেকে কম বাজেট) জেতে নলীন সরকার স্ট্রিট সার্বজনীন, সেরা প্রতিমা ৯৫ পল্লি, সেরা মন্ডপ অর্জুনপুর আমরা সবাই ক্লাব, সেরা মন্ডপ (সবথেকে কম বাজেট) টালা পার্ক ১৫ পল্লি, সেরা আলোকসজ্জা হিন্দুস্থান ক্লাব, বছরের বিস্ময়, অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, কোভিড প্রহরী সম্মান জেতে পল্লি উন্নয়ন সমিতি, প্রাণের পুজো সল্টলেক এই পার্ট ১, ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সমিতি, সেরা প্রতিরোধ বেলেঘাটা ৩৩ পল্লি, সেরা আবহ সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সেরা থিম নির্মাতা মানস দাস এবং সেরা প্রতিমা শিল্পী সম্রাট ভট্টাচার্য।
এই উদ্যোগ প্রসঙ্গে লেক গার্ডেনস বর্ণপরিচয়-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট দেবাদিত্য রায়চৌধুরীলেক গার্ডেনস বর্ণপরিচয়-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট দেবাদিত্য রায়চৌধুরী জানান,'প্রতি বছরের মতো অষ্টম বছরেও লেক গার্ডেনস বর্ণপরিচয় এর পক্ষ থেকে শারদ সন্ধ্যা'র আয়োজন করা হল। সারা কলকাতার বিশিষ্ট নামী ক্লাবগুলোকে (১২টি ক্লাব, ২টি আবাসন) ও দুজন শিল্পীকে পুরস্কৃত করা হল। একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও দেওয়া হল। তারই সঙ্গে মহালয়ার দিন আমরা অনলাইনে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেটারও এই বছর পুরস্কার বিতরণ হল।'
প্রধান সংগঠক রণি দে জানালেন,'এটা আমাদের অষ্টম বর্ষ। পুজোর সময় আমরা এই জাজিং টা করেছিলাম। আমাদের সঙ্গে যারা রয়েছেন, শুভাকাঙ্খীরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্যোগ কে সফল করে তোলার জন্য।'
- More Stories On :
- Sharad Samman
- Lake Gardens Bornoporichoy
- Durga Puja