আবার এনসিবির দফতরে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার সেখানে হাজিরা দিতে পৌঁছে যান শাহরুখ পুত্র। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে আরিয়ানের সঙ্গে ছিলেন তার আইনজীবি সতীশ মানশিণ্ডে।
২৬ দিন হাজতবাসের পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে। আরিয়ানের জামিনের শর্ত ছিল— সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানকে এনসিবি-র দফতরে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি-র দফতরে যান তিনি।
জানা গেছে এখন বেশ কিছু দিন ‘মন্নত’-এর বাইরে পা রাখবেন না আরিয়ান। এমনই জানিয়েছিলেন শাহরুখের সহকারী পূজা দাদলানি। তবে জানা গিয়েছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখ-তনয়।
- More Stories On :
- Aryan Khan
- NCB Office