বলিউড সিনেমাগুলোর মধ্যে 'রং দে বাসন্তী' একটা আলাদা জায়গা নিয়ে থাকবে। কিন্তু সেই ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েও করতে পারেননি শাহিদ কাপুর। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল তাকে। কিন্তু কেন?
সময়ের অভাবের জন্য এই ছবিতে কাজ করা হয়ে ওঠেনি শাহিদ কাপুরের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শাহিদ জানান, “এই ছবিটি না করতে পেরে আফশোস হয়। চিত্রনাট্য পড়ে কেঁদে ফেলেছিলাম। আমার খুবই ভাল লেগেছিল। কিন্তু সময় বার করতে পারিনি।”
তবে শুধু শাহিদ কাপুর নন। ফারহান আখতারও এই ছবিতে অভিনয়ের সুযোগ পান। কিন্তু 'লক্ষ্য' ছবির শুটিং-এ ব্যস্ত থাকার জন্য ফারহানও রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন। শেষপর্যন্ত ছবিতে কর্ণ সিঙ্ঘানিয়ার ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ।
- More Stories On :
- Shahid Kapoor
- Rang De Basanti
- Farhan