'বারিশ বান জানা'র পর ফের জুটি বাঁধছেন শাহির শেখ এবং হিনা খান। তাঁদের পরবর্তী প্রোজেক্টের নাম 'মহব্বত হ্যায়'। ছবি পোস্ট করে হিনা নিজে একথা জানিয়েছেন। সেই পোস্টে শাহির কমেন্ট করে লিখেছেন,'ও মাই গড'। অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন লিখেছেন,'আমার প্রিয় গান।'
এই মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহিত সুরি। প্রযোজনার দায়িত্বে রয়েছে ভাইরাল অরিজিনালস।
এর আগে দুজনে আরও একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যার নাম বারিশ বান জানা। ভাইরাল অরিজিনালসই প্রযোজনার দায়িত্বে ছিল। যে মিউজিক ভিডিও ২৫০ লক্ষের বেশি মানুষ পছন্দ করেছেন ইউটিউবে। এবার দুজনে একসঙ্গে আরও একটি মিউজিক ভিডিওতে। এবার কেমন হয় সেটার অপেক্ষায় রয়েছেন সবাই।
- More Stories On :
- Hina Khan
- Shaheer Sheikh
- Music Video