প্রযোজক হিসাবে তার ডেবিউ হয়ে গেছে। 'এসওএস কলকাতা'-র মাধ্যমে টলিউডে কনিষ্ঠ প্রযোজক হিসাবে ডেবিউ হয়েছিল অভিনেত্রী এনা সাহার। এনার প্রোডাকশন হাউস জ্যারেক এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছিল তার এই ছবি। এবার দ্বিতীয় ছবি প্রযোজনার কাজে হাত দিলেন এনা।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে আসছে ঝাপিয়ে বৃষ্টি
জ্যারেক এন্টারটেনমেন্ট থেকে এনার প্রযোজনায় এবার দ্বিতীয় ছবি আসতে চলেছে 'চিনে বাদাম'। যে ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে 'সোয়েটার', 'রেডিও' খ্যাত পরিচালক শিলাদিত্য মৌলিক। এই ছবিতে নায়িকার রোল প্লে করছেন এনা। আর নায়ক যশ দাশগুপ্ত। এই ছবির মাধ্যমে যশ-এনা জুটি দেখতে চলেছে টলিউড।
আরও পড়ুনঃ 'গোষ্ঠীদ্বন্দ্বে' খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত বর্ধমান
এই সিনেমাটি একটি রোম্যান্টিক কমেডি ধাঁচের। 'এসওএস কলকাতা'-র'পর এটাই যশের নতুন ছবি। যশ এক সাক্ষাৎকারে জানিয়েছেন'এসওএস কলকাতা'-র পর তিনি এনার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। এই ছবির শুভ মহরৎ হবে আগামীকাল। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে এই ছবিটি।
- More Stories On :
- Ena Saha
- Yash Dasgupta
- Jarek Entertainment