বিয়েটা সেরে ফেললেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সায়ন্তনী ঘোষ। পাত্র তার দীর্ঘদিনের পুরনো বন্ধু অনুগ্রহ তিওয়ারি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে এই বিয়ের আসর বসে। এদিন খুব বেশি সাজেননি অভিনেত্রী। লাল বেনারসি ও সোনার গহনায় ছিমছাম লুকেই দেখা যায় তাকে। মাথায় ছিল ফুলের সাজ আর কপালে চন্দনের ছোট্ট টিপ। বরের পরনে ছিল নকশা করা শেরওয়ানি। বিয়ের নিয়ম মেনেই মালাবদল, সিঁদুরদান সম্পন্ন হল। সিঁদুরদানের পাশাপাশি সায়ন্তনীকে মঙ্গলসূত্রও পরিয়ে দিলেন অনুগ্রহ।
বিয়েতে উপস্থিত ছিলেন সায়ন্তনীর দীর্ঘদিনের বন্ধু বরখা বিস্ত, তার মেয়ে মীরা এবং মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার। বিয়ের মেনুতে ছিল বাঙালি-অবাঙালি খাবারের মেলবন্ধনে। কচুরি, ছোলার ডাল, জাফরানি পোলাও, বেকড ফিশ, চিকেন টিক্কা লবাবদার, মাটন রোগান জোশ, নলেন গুড়ের রসগোল্লার পাশাপাশি ক্যারামেল কাস্টার্ডও। ছিল নিরামিষ খাবারের ব্যবস্থাও।
ফিটনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনুগ্রহ জয়পুরে থাকেন। মঙ্গলবার জয়পুরে পাড়ি দেবেন নবদম্পতি। সেখানেই রিসেপশন হবে। সায়ন্তনী ও অনুগ্রহের জন্য জনতার কথার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।
- More Stories On :
- Sayantani Ghosh
- Anugrah
- Married