জি বাংলায় বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক 'সর্বজয়া''। অভিনেত্রী দেবশ্রী রায় এই ধারাবাহিকে অভিনয় করছেন বলে ধারাবাহিকটি আলাদা মাত্রা পেয়েছে। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দেবজয় মল্লিক কে। তার চরিত্রের নাম মনোসীজ রায়। অনুপ চক্রবর্তীর পরিচালনায় এই ধারাবাহিকটি ১০০ তম এপিসোডে পা দিল। যদিও সেইভাবে ১০০ এপিসোড সেলিব্রেশন করা হয় সেটে।
১০০ তম এপিসোড নিয়ে দেবজয় 'জনতার কথা' কে জানালেন,'আমরা ইউনিটের তরফ থেকে প্রত্যেকটা আর্টিস্ট, টেকনিশিয়ান ভীষণভাবে খুশি যে প্রথম থেকেই এত সাকসেস্ফুলি আমরা সেরা পাঁচ বাঁ ছয়ের মধ্যে থাকতে পেরেছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। লোকে পছন্দ করছে সর্বজয়া সিরিয়ালটি, প্রত্যেকটি চরিত্রকে। এর জন্য একটা মানুষের অবদান সবথেকে বেশি তিনি হলেন স্নেহাশিস চক্রবর্তী দাদা।' দেবজয় অর্থাৎ মনোসীজ আরও জানালেন,'১০০ তম এপিসোড নিয়ে আমরা খুব খুশি। যদিও সেইভাবে সেলিব্রেট করতে পারিনি কারণ শুটিং-এর চাপ ছিল। কিন্তু সবাই খুব আনন্দে কাটিয়েছি। সবাই খুব লাইট মুডে ছিল। সবাই প্রাণ খুলে হাসছিল। দেখে ভালো লাগছে যে আমরা এইভাবেই হয়তো এইভাবেই একটা একটা করে এপিসোড পেরোতে পারবো।'
এইভাবেই 'সর্বজয়া' আরও অনেক মাইলস্টোন পার করুক। জনতার কথার পক্ষ থেকে পুরো টিমের জন্য রইল অনেক শুভেচ্ছা।
- More Stories On :
- Sarbojoya
- 100 episode