'আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর', তিনি আদিম, আবার তিনিই নবীন! রোজ যেভাবে সূর্যোদয় হয়, রবির কিরণ এসে পড়ে ঝুলবারান্দায়। বাঙালির কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই একজন মানুষ। শুধু একজন কবি কিংবা লেখক নন, সৃষ্টির মাধ্যমে তিনি বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছেন বহুদিন হল। তবে মানুষ বদলায়, মানুষের রুচি পথ পরিবর্তন করে, নবীন প্রজন্মের একটা বড় অংশের কাছে হয়তো 'ব্যাকডেটেড' হয়ে উঠেছেন আমাদের প্রাণের ঠাকুর, রবিঠাকুর৷ আর এমনাবস্থাতেই রবীন্দ্রনাথকে আরও একবার চিন্তাশীল মননে গেঁথে দিলেন সর্বজিৎ ও তাঁর বন্ধুরা।
এক কথায় বলতে গেলে, মোট পাঁচটি গান গেয়েছেন। এক জায়গায় সেই গান জুড়ে 'রবির কিরণে সর্বজিৎ ও তার বন্ধুরা' নামে একটি অ্যালবাম প্রকাশ করেছেন তারা। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে সাধারণ, অতি নিত্য-নৈমিত্তিক একটি কাজ।
বাঙালি গায়কের রবীন্দ্রনাথ নিয়ে আবেগ, পাগলামি থাকবে না, সেটাই বরং অস্বাভাবিক। কিন্তু এই অ্যালবামে গান গুলোর সঙ্গীতায়োজন পুরোপুরি অন্যরকম। অ্যালবামের দু'টি গান গেয়েছেন সর্বজিৎ ঘোষ নিজে। বাকি তিনটি গানের একটি গেয়েছেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার সুজয় কুমার চন্দ৷ আরেকটি গান গেয়েছেন জি ডি বিড়লা কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা মধুমিতা সাহা, এবং প্রখ্যাত শিক্ষাবিদ ল্যাকমে ঘোষ। জি মিউজিক থেকে প্রকাশিত হতে চলেছে গানগুলি। সর্বজিৎয়ের গাওয়া "আধেকো ঘুমে" দিয়ে যাত্রা শুরু করেছে অ্যালবামটি। এখনও রবীন্দ্রসঙ্গীত নতুন, মোটেই বোরিং নয়, কবিগুরু হয়ত এভাবেই ফিরে আসবেন যুগে যুগে নিত্য নতুন আঙ্গিকে।
- More Stories On :
- Rabi Pronam
- Sarbajit & Friends