৬ অক্টোবর মহালয়ার দিন নতুন প্রযোজনা সংস্থা 'মিষ্টি দই আনলিমিটেড'-এর প্রথম প্রোজেক্ট মিউজিক ভিডিও 'মর্ডান নারী' লঞ্চ হয়ে গেল। মিউজিক ভিডিওর পরিচালক দীপাঞ্জন রায়। প্রযোজনা করেছেন অম্লান সেন। অদিতি বোসের সঙ্গীত পরিচালনায় এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সকলের প্রিয় সন্দীপ্তা সেন। গান গেয়েছেন উজ্জয়িনী।
পরিচালক দীপাঞ্জন রায় 'মর্ডান নারী' মুক্তির দিন যে খুব এক্সাইটেড ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা গেল। তিনি জানালেন,'দুর্গাপুজোর আগে ক্রিয়েটিভ একটা প্রোজেক্ট করতে চেয়েছিলাম। ক্রিয়েটিভ ড্যান্স নাম্বার। যেটা আর ৪-৫টা প্রোজেক্টের থেকে একটু আলাদা হবে। আমাদের এই কাজটা পুরো একটা প্যাকেজ। আর আজকের দিনে আমার প্যাকেজটাই চাই। আজ স্ট্রিমিং হলো। ভীষণই ভালো লাগছে। বাকিটা দর্শকদের কেমন লাগে সেটাই দেখার।'
'মর্ডান নারী'-র কেন্দ্রীয় চরিত্র সন্দীপ্তা সেন জানালেন,'আমি সবসময় অন্য ধরণের কাজ করতে ভালোবাসি। আমি যে কাজ করেছি তার থেকে আলাদা একটা কাজ। মিউজিক ভিডিও তো ভালোই লাগে। আর সেটা যখন ড্যান্স নাম্বার হয় তখন আরও ভালো লাগে। আমি ড্যান্স করতে ভীষণ ভালোবাসি। গানটায় আমার তিনটে লুক রয়েছে। তিন ধরনের পার্টে দর্শকরা আমাকে দেখতে পাবেন। সেটা খুব ভালোলাগার একটা জায়গা।'
দুর্গাপুজোর আগে'মর্ডান নারী' এই ভিন্নধারার প্রোজেক্ট দর্শকদের অন্য এক মিউজিক ভিডিও উপহার দিচ্ছে। যে মিউজিক ভিডিও মহিলাদের নতুন উদ্যম যোগাবে। তাই এবার পুজোয় বেশ কিছু আইটেম-সং এর মধ্যে অভিনবত্বের ছাপ রেখেছে 'মর্ডান নারী'।
- More Stories On :
- Mordern nari
- Sandipta Sen