আবার গ্রেফতার করা হল অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডের স্বামী স্যাম বম্বে কে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তাঁর মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁর স্ত্রীর মাথা, মুখ এবং চোখে খুবই বাজে ভাবে আঘাত পেয়েছেন।”
তবে এটাই প্রথম নয়। এর আগেও পুনম পাণ্ডেকে অত্যাচার করায় গ্রেফতার হন স্যাম। গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে স্যাম জামিন পাওয়ার পরেই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান পুনম। যাঁকে জেল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন, তাঁর পক্ষেই কথা বলতে শোনা যায় তাঁকে। পুনম বলেছিলেন, স্যামকে তিনি খুবই ভালবাসেন। সহজ প্রশ্ন রেখেছিলেন, “কোন বিয়েতে ওঠাপড়া থাকে না বলুন তো?”
গত সেপ্টেম্বর চার হাত এক হয় স্যাম ও পুনমের। বিয়ের এক বছর যেতে না যেতেই আবার সমস্যার মুখোমুখি পুনম। আবার গ্রেফতার হলেন স্যাম।
- More Stories On :
- Poonam Pandey
- Sam