সলমন খান। যার বয়স ৫০ পেরিয়ে গেলেও তাঁর সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হন অনেক বলিউড অভিনেত্রীরা। সলমনের সুন্দরী ফ্যানরা তিনি যখন কোনও ছবি পোস্ট করেন কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দেন। ফলে তাঁর পোস্ট মানেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ফেলবে এটা তো স্বাভাবিক।
আরও একবার এই বলি তারকা নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন 'এই টুপিটা কি মানাচ্ছে আমাকে?' এখানে মজার বিষয়টা হল, বেশিরভাগ নেটিজেনই 'টুপি' নিয়ে 'অন্য কিছু' নিয়ে আলোচনায় মত হয়েছেন। এমনকি সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও এই পোস্টে কমেন্ট করা থেকে নিজেকে আটকে রাখতে পারেননি।
সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও ছবির কমেন্ট বক্সে আগুনের ইমোজি দিয়ে নিজের ভালোলাগার কথাটুকু বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন এই দু'জন। কথা গড়িয়েছিল বিয়ের মন্ডপ পর্যন্তও। বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছিল। তবে চারহাত এক হওয়ার আগেই সলমন-সঙ্গীতার সম্পর্কের সুতো ছিঁড়ে যায়। শেষপর্যন্ত সঙ্গীতার বিয়ে হয় প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। যদিও ২০১০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
- More Stories On :
- Salman Khan
- Post
- Viral