১৯৮৮ সালে অভিনয় শুরু করার পর সলমন খানের জীবনে ৩০ বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে একাধিক চরিত্রে অভিনয় করেছেন, অনেক পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। কিন্তু একটা জিনিসের কোনও পরিবর্তন হয়নি। সেটা হল তাঁর ডান হাতের ব্রেসলেট। সবসময় এই ব্রেসলেটটাই পরে থাকেন তিনি। সবসময় এই ব্রেসলেট পরার পিছনে কি কোনও কারণ রয়েছে? এতবছর কেউ সেটা জানতো না। অবশেষে সলমন নিজেই সেটার উত্তর দিলেন।
বলিউডের চিত্রনাট্যকার সেলিম খানের ছেলেকে একবার এক সাংবাদিক প্রশ্ন করে জানতে চান সলমন খান কেন ব্রেসলেট পরেন। উত্তরে সলমন ফিরে জান তাঁর ছোটবেলায়। সলমনের কথায়, ‘‘ছোটবেলা থেকেই দেখেছি, সব সময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সে সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সব কিছু নিয়ে খেলাধুলো করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।’’ তবে ছোটবেলাতেই এই ব্রেসলেট পরার সুযোগ হয়নি সলমনের। তিনি আরও জানান, ‘‘ছোটবেলায় ব্রেসলেট পরতাম না। তবে বলিউডে কাজ শুরুর করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।’’
উল্লেখ্য সলমন খানের হাতে এই ব্রেসলেট পরা দেখে তাঁর অনেক ভক্তও হাতে ব্রেসলেট পরা শুরু করেছেন। অনলাইনে অর্ডার দিয়ে পাওয়া যায় তাঁর এই ব্রেসলেট।
- More Stories On :
- Salman Khan
- Bracelet
- Bollywood