আগামীকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর তাঁর ৫৬ তম জন্মদিন। কিন্তু তার আগেই দুর্ঘটনার সম্মুখীন হলেন বলিউড তারকা সলমন খান। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা?
জানা গেছে সাপে কামড়েছে সলমন খানকে। বড়দিনের রাতে মুম্বইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই হাতে ছোবল মারে সাপ। এই ঘটনার পর তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।
২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার অভিনেতার ৫৬ তম জন্মদিন। ঠিক তার আগেই এই ঘটনা। আগাগোড়াই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিনটি সেলিব্রেট করেন ‘ভাইজান’। তবে শোনা যায়, গত বছর জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়ে ছিলেন তিনি। সাপে কামড়ানোর জন্য আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে। সলমনের পরবর্তী ছবি টাইগার ৩। যেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
- More Stories On :
- Salman Khan
- Snake Bite