বিগ বস। ভারতের অন্যতম জনপ্রিয় একটি রিয়্যালিটি শো। যে শো দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তার মূল আকর্ষণ অবশ্যই সলমন খান। দেখতে দেখতে এই বিগ বসের সিজন ১৫ হয়ে গেল। যবে থেকে সলমন এই শোয়ের সঞ্চালনা করা শুরু করেন, তবে থেকে বিগ বসের জনপ্রিয়তা যেন আরও বেড়ে গিয়েছে।
যদিও এইবার অবশ্য বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনতা করবেন কর্ণ কোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট সলমন খানই। প্রশ্ন হল, বিগ বসে সঞ্চালনা করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন সলমন খান? জানা যাচ্ছে, এই সিজনে ২০ টা এপিসোডের জন্য সলমন খান নিচ্ছেন ৭৮ কোটি টাকা। যদিও এটা তাঁর মতে কম পারিশ্রমিক। কেন? শোনা যায়, বিগ বসের চতুর্থ থেকে ষষ্ঠ এপিসোড পর্যন্ত সলমন খান পারিশ্রমিক বাবদ নিতেন এপিসোড পিছু আড়াই কোটি টাকা করে। বিগ বস সিজন সাতে অবশ্য নিজের পারিশ্রমিক দ্বিগুন করে দেন সলমন খান। ওই সিজনে তিনি এপিসোড পিছু পারিশ্রমিক নিতেন ৫ কোটি টাকা। অন্যথা হয়নি পরের সিজনেও। অর্থাত, বিগ বস সিজন আটে সলমন খানের পারিশ্রমিক ছিল এপিসোড পিছু সাড়ে পাঁচ কোটি টাকা। বিগ বস সিজন ১০-এ এসে সলমন খান প্রতি এপিসোড পিছু ৮ কোটি টাকা করে নেওয়া শুরু করেন। বিগ বস সিজন ১১-তে নাকি সলমন খান সিজনের সংখ্যার মতোই প্রতি এপিসোড ১১ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। শোনা যায় বিগ বস সিজন ১৩-তে প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সলমন খান।
তবে গতবারের ক্ষেত্রে তার টাকার অঙ্কটা সবকিছু ছাপিয়ে যাবে। গতবার প্রতি এপিসোড ২০ কোটি টাকা করে মোট ৪৫০ কোটি টাকা নিয়েছিলেন তিনি।
- More Stories On :
- Big Boss
- Reality Show
- Salman Khan