বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিনেত্রী সায়নী ঘোষ। অভিনয়ের জন্য যথেষ্ট ব্যস্ততা রয়েছে তার। এর মধ্যেই শুটিং ফ্লোরে ফিরলেন তিনি। অনীক দত্তের পরবর্তী ছবি 'অপরাজিত'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের নাম বিমলা রায়। যে চরিত্রটি তৈরি করা হবে বিজয়া রায়ের ছায়ায়।
আরও পড়ুনঃ শিক্ষকদের মমতার উপহার 'উৎসশ্রী' আসলে কী? জানুন
এর আগেও অনীক দত্তের সঙ্গে কাজ করেছেন সায়নী। ফলে দুজনের মধ্যে বোঝাপড়াটা বেশ ভাল। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে। ছবির শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের শেষ থেকে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলখ্যে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই ছবির নির্মাণ করছেন অনীক দত্ত। ফ্রেন্ড কমিউনিকেশন এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে। ছবির ঘোষণা অনেক আগেই হয়েছিল। অতিমারির জন্য ভার্চুয়াল মাধ্যমে কাজ এগোয়। এবার শুধু শুটিং শুরুর অপেক্ষা।
- More Stories On :
- Anik Dutta
- Saayoni Ghosh
- Bengali Movie