করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। টুইট করে সেই কথাই জানিয়েছেন এই টলিউড অভিনেতা। বর্তমানে তিনি নিভৃতবাসে আছেন। সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল লিখেছেন,'আমি করোনা পজিটিভ। হোম আইসোলেশনে আছি। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।'
কলকাতার এক প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানান, 'আগে কোভিড হয়নি। এই প্রথম। হাল্কা জ্বর। গা-হাত পা ব্যথা। সকলের হচ্ছে এ বার। রাজ-শুভশ্রী, পরম তার পরে আমি। মনে হয় না পাঁচ দিনের বেশি থাকবে।
বিগত কয়েকদিন ধরে টলিউডের অনেক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এবার প্রথমবারের মতো রুদ্রনীলের কোভিড পজিটিভ রিপোর্ট এল।
- More Stories On :
- Rudranil. Covid Positive