'এভাবেই গল্প হোক' জনপ্রিয়তা পাওয়ার পর পরিচালক রোহন সেন তার দ্বিতীয় ছবির নির্মাণে হাত দিলেন। যার নাম 'অপরাজিতা'। বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়েই এই 'অপরাজিতা'-র গল্প। ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন তুহিনা দাস। তার বাবার ভূমিকায় অভিনয় করবেন শান্তিলাল মুখার্জি। পরিবারের ঘনিষ্ঠ চিকিৎসকের চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর। ছবির প্রযোজক এবং অপরাজিতার দিদির চরিত্রে অভিনয় করছেন অমৃতা দে। পুরোদমে চলছে এই ফিচার ফিল্মের শুটিং।
আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার
'অপরাজিতা'-র গল্প প্রসঙ্গে জনতার কথা কে পরিচালক রোহন সেন জানালেন,'অপরাজিতা একটা মেয়ের গল্প। মেয়েটির নাম অপরাজিতা। যেটা তুহিনা করছে। মেয়েটা একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। সে আর তার বাবা বাড়িতে থাকে। তার দিদি থাকে আমেরিকায়, বিয়ে হয়ে গেছে। তার সঙ্গে তার বাবার বিগত তিন বছর ধরে কোনও কথা নেই। মেয়েদের লাইফে বাবার বড় ভূমিকা থাকে। কিন্তু এতদিন ধরে তার বাবার সঙ্গে কথা হচ্ছে না তার পেছনে একটা স্ট্রং রিসন আছে। বাবার চরিত্রে শান্তিলাল দা রয়েছেন। গল্পটা যত এগোতে থাকে তাদের রিলেশনশিপ ততো কমপ্লেক্স হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা নিয়েই অপরাজিতার গল্প।'
পরিচালক জানালেন পুরো শুটিং কলকাতাতেই হচ্ছে। এই মাসেই শুটিং শেষ হবে।
- More Stories On :
- Rohan Sen
- Director
- New Movie
- Tuhina Das