অভিনয় মানে এখন ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। টলিউডের প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই ওয়েবে নাম লিখিয়েছেন। কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে এতদিন পর্যন্ত ওয়েবে কোনোভাবেই দেখা যাচ্ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে একটি নয়, একসঙ্গে দুটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ তরুলতার ভূতের ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল
সাহানা দত্ত প্রযোজিত 'গোরা'র শুটিং শুরু করে দিয়েছেন তিনি। আর তার পরই অক্টোবরে রোহন ঘোষ পরিচালিত 'মুক্তি'-র (সম্ভাব্য নাম) শুটিং শুরু করতে চলেছেন তিনি।'গোরা' তে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে যেরকম গোয়েন্দা সবাই দেখেন তার বাইরে এই চরিত্র। ব্রিটিশ জেলারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে পরিচালক হিসাবে ডেবিউ করছেন সমদর্শী
'মুক্তি'তে ঋত্বিক ছাড়াও অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় রয়েছেন। অসমবয়সি এক দম্পতিকে দেখানো হবে গল্পে। সেখানে ঋত্বিকের বিপরীতে থাকছেন দিতিপ্রিয়া। মেদিনীপুরের পটভূমিকায় তৈরি গল্পটির শুটিংয়ে কোনও ফাঁক রাখতে চান না রোহন। সিরিজ়ের জন্য যথেষ্ট রিসার্চ ওয়ার্কও করেছেন তিনি। আগামী ২৬ জানুয়ারি, জি ফাইভে সিরিজ়টি দেখা যাবে বলে খবর পাওয়া গেছে।
- More Stories On :
- Ritwick Chakraborty
- Web Series
- Bengali