প্রতি বৈশাখেই এক অচেনা বৈশাখ থাকে। সেই বৈশাখ আসে নতুন গানে। কিন্তু বিগত তিন বছর ধরে একটি গানই বিভিন্ন শিল্পীর সমবেত কণ্ঠে বার বার সাড়া ফেলে দিচ্ছে, এমনটা সচরাচর ঘটে না। ‘অচেনা বৈশাখ’ গানে তেমনটাই ঘটেছে। ইউটিউবের মাধ্যমে ইতিমধ্যেই লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে নিয়েছে দেবর্ষির লেখা এই গানটি। ২০১৯ সালে নতুন এই গান লিখেছিলেন দেবর্ষি। কম্পোজের দায়িত্বে ছিলেন শোভন। মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সামলেছে অমিত-ঈশান জুটি। প্রথমবার এই ভিডিয়ো অ্যালবামে গান গেয়েছিলেন বাংলার এই সময়ের ছয় জনপ্রিয় শিল্পী।
তার পর সেই ‘অচেনা বৈশাখ’-ই ফিরে এল ‘আবার অচেনা বৈশাখ’ হয়ে, এই বৈশাখে। এবার এই অ্যালবামে গেয়েছেন সাত জন শিল্পী। পুরনো কণ্ঠের সঙ্গে এবার মিলেছে নতুন কণ্ঠ। যাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ, রণিতা ব্যানার্জি। এই অ্যালবামে রণিতার কণ্ঠ শ্রোতাদের মন ভরিয়েছে।
টেলিভিশনে গানের জনপ্রিয় রিয়েলিটি শো-তে কয়েক বছর আগে প্রথম আত্মপ্রকাশ রণিতার। তার পর, একাধিক জনপ্রিয় টেলি-সিরিয়ালে প্লে-ব্যাক সিঙ্গার। হামি, চাঁদের পাহাড়, অ্যাডভেঞ্চারস অফ জোজো- বাংলা সিনেমায় প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন রণিতা। আবার অচেনা বৈশাখে সুযোগ পেয়ে আপ্লুত রণিতা বললেন, অমিত-ঈশান জুটির সঙ্গে কাজ করার ইচ্ছে তাঁর বহুদিনের। এবার সেটা পূর্ণ হল। সেইসঙ্গে শোভনের সুরে এই প্রথম গাইলেন রণিতা। সহশিল্পীদের সঙ্গে এই কাজ তাঁর কাছে ভীষণ উপভোগের ছিল, খুশিটুকু শেয়ার করে বললেন তিনি। আগামীতেও অমিত-ঈশান, শোভনের সঙ্গে এমন নতুন ধারার কাজ করতে চান বলে নিজের ইচ্ছেটুকু জানিয়ে দিলেন এই সময়ের উদীয়মান সঙ্গীতশিল্পী রণিতা।
আরও পড়ুনঃ পিছিয়ে পরা মহিলাদের উত্তরণের পথ দেখাচ্ছে ‘আগমনী’
আরও পড়ুনঃ প্রকাশিত হলো মৌমিতা পালিতের রবীন্দ্রসংগীতের সিডি "কোন অচিনপুরে"
- More Stories On :
- Ranita Banerjee
- Achena Baishakh