অভিনেত্রী রণিতা দাস। 'ইষ্টি কুটুম' ধারাবাহিকে যার বাহামণির চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি প্রেমও করছেন। যার সঙ্গে তার প্রেম সে ও একজন অভিনেতা। নাম সৌপ্তিক চক্রবর্তী। কিন্তু সেই সৌপ্তিক কে ছেড়ে হটাত অভিনেতা ইন্দ্রাশিসের কাছে রণিতা। ব্যাপারটা কেমন গোলমেলে লাগতে পারে। তাহলে কি তাদের ব্রেকআপ হয়ে গেল? না দুজনের ব্রেপআপ হয়নি। বিষয়টা পুরোটাই একটি ওয়েব সিরিজ কেন্দ্রিক। আসল বিষয়টা হল রণিতা এবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করল। যে ওয়েবের নাম 'খেলা শুরু'। ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ওয়েব সিরিজ। প্রিমিয়ারও হয়ে গেল। এই ওয়েবে পরিচালক হিসাবে ডেবিউ করলেন তার বয়ফ্রেন্ড সৌপ্তিক। স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ। 'খেলা শুরু' তে রণিতার চরিত্রের নাম শ্রেষ্ঠা। তার বিপরীতে অভিনয় করলেন ইন্দ্রাশিস রায় কে।
রণিতা ও ইন্দ্রাশিস ছাড়াও এই ওয়েবে আরও বেশ কয়েকজন রয়েছেন। এরা হলেন অসীম রায়চৌধুরি, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, শ্রেয়াসিস এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। প্রথমবার ওয়েবে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো জানিয়েছেন রণিতা। সৌপ্তিক জানান অনেক পরিশ্রম করে এই ওয়েব সিরিজটা তারা বানিয়েছেন। এখন দর্শকদের থেকে ফিডব্যাকের অপেক্ষায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য 'ইষ্টি কুটুম' ধারাবাহিক করে দর্শকদের মন ছুঁয়েছিলেন রণিতা। এবার নতুন রূপে নতুন প্ল্যাটফর্মে তিনি। ওটিটি রণিতাকে মেগার মতোই ভালবাসায় ভরিয়ে দেয় নাকি সেটাই এখন দেখার।
- More Stories On :
- Ranita Das
- Web series Premier