এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হলেন অভিনেত্রী রকুল প্রীত সিং। মাদক মামলায় যোগের অভিযোগেই শুক্রবার হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হতে হয় রকুল প্রীত সিং কে। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও মাদক মামলায় নাম জড়ায় এই অভিনেত্রীর। ওই সময় মুম্বইতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হতে দেখা যায় তাঁকে।
২০১৭ সালে মাদক মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এদিন ক্যাজুআল পোশাকেই দেখা যায় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ১০ জন টলিউডের (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) তারকাকে ডেকে পাঠায় ইডি। এলএসডি, এমডিএমএর মতো দামী মাদকদ্রব্য বিক্রি করতো তারা। রানা দগগুবাটি, রবই তেজা, পুরি জগন্নাদের মতো ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত ছিলেন। তেলেঙ্গানার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের নানাভাবে জেরা করেছিল।
- More Stories On :
- Rakul Preet Singh
- ED Office