কলকাতায় এসেছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্ত। বলিউডে ‘ড্রামা কুইন’ ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কালীপুজোর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। রাখি। হিন্দিতে একে মুরগান পুজো বলে, সেকথা তাঁকে বুঝিয়ে দেন বিধায়ক মদন মিত্র। সদ্য মদন মিত্র ফেসবুক লাইভে পুজোর বিষয়টি শেয়ার করেন। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তার এই ফেসবুক লাইভ। প্রচুর মানুষ শেয়ারও করতে থাকেন।
এখানে এসে 'তেরি ড্রিম মে মেরি এন্ট্রি' গান গেয়ে দর্শকদের উৎসাহিত করতে দেখা যায় রাখি কে। কলকাতাবাসীর উদ্দেশ্যে রাখি বললেন, ‘হ্যালো কলকাতা হাউ আর ইউ? তুমি কেমন আছে? ভালো!’ এদিন পরনে লাল বেনারসী। গা ভর্তি সোনার গয়না। কপালে পড় লাল টিপ। আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিয়েছেন মুম্বইয়ের অভিনেত্রী। আর রাখী-মদনের উপস্থিতিতেই জমজমাট নব মিলন সংঘের কালীপুজো। মদন মিত্রের মতো রাখি সাওয়ান্তকেও 'ও লাভলি' বলতে শোনা গেল। শুধু তাই নয় রাখি সাওয়ান্ত সকলকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছাও জানান।
- More Stories On :
- Rakhi Sawant
- Kolkata