অনেকদিন আগেই খবরটা শোনা গিয়েছিল। সেই খবরটা এবার বাস্তবে পরিণতি পেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও ও পত্রলেখা। ১১ বছরের প্রেম ভালোবাসার রূপ পেল সোমবার। চণ্ডীগড়ে বসেছিল বিয়ের আসর। উপস্থিত ছিল কাছের বন্ধু ও পরিবার।
বিয়ের প্রথম ফোটো শেয়ার করে রাজকুমার রাও তার ইনস্টা পোস্টে লিখলেন, ‘অবশেষে ১১ বছরের ভালোবাসা, বন্ধুত্ব, রোম্যান্স, মজার পর আমি আমার জীবনের সবকিছুর সাথে আবদ্ধ হলাম। আমার আত্মার সাথী, আমার প্রিয় বন্ধু, আমার পরিবার। তোমার স্বামী হিসেবে পরিচিতি পাওয়ার থেকে আমার কাছে আজ আর কোনও খুশিই বড় নয়। চিরকাল আর তার পরেরও তুমি পত্রলেখা!’
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পত্রলেখাও। তিনি লিখেছেন,'‘আজ আমি আমার জীবনের সবকিছুর সাথে বিয়ে করলাম…’। সেই পোস্টে তাপসী পান্নু কমেন্ট করে লিখেছেন,', ‘একে-অপরের জন্যর ওপর ভরসা হয়ে গেল আজ শুধু তোমাদের জন্য। অবনেক শুভেচ্ছা।’
- More Stories On :
- Rajkumar Rao
- Patralekha