বলিউডের আরও এক তারকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তিনি অনেকেরই প্রিয় অভিনেতা রাজকুমার রাও। দীর্ঘদিনের পুরনো বন্ধু প্রেমিকা পত্রলেখার সঙ্গে তার চার হাত এক হতে চলেছে।
প্রায় এক দশক ধরে সম্পর্কে রয়েছেন রাজকুমার এবং পত্রলেখা। এবার তদের সম্পর্কে অফিশিয়াল সিলমোহর পরতে চলেছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই হতে পারে বিয়ের অনুষ্ঠান। ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাকে নাকি ইতিমধ্যেই সুখবর দিয়ে ফেলেছেন তাঁরা। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারবেন দুই তারকা।
রাজকুমার রাও ও পত্রলেখার প্রেম নিয়ে বলিউডে আলোচনা কম হয়নি। বিয়ে কবে করবেন, এই প্রশ্নও একাধিক বার শুনতে হয়েছে দুজনকে। অতীতে এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, আগামী ছ’সাত বছরের মধ্যে বিয়ে করবেন না তিনি। বরং পেশাগত জীবন নিয়েই নাকি ভাবতে বেশি ইচ্ছুক। কিন্তু অবশেষে চার হাত এক হতে চলেছে। পত্রলেখাকে রাজকুমার রাও পত্র বলে ডাকতেই ভালোবাসেন। অন্যদিকে রাজকুমার রাও কে পত্রলেখা ভালোবেসে রাজ বলে ডাকেন।
- More Stories On :
- Rajkumar Rao
- Patralekha