১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা।অনেকেই উপস্থিত হয়েছিলেন এই হ্যাপি কাপলের বিয়েতে। তবে সবাই উপস্থিত হতে পারেননি। আবার অনেককে আমন্ত্রণ সম্ভব হয়নি। তাদের জন্য ‘শাদি কা লাড্ডু’ পাঠালেন এই নবদম্পতি। ইনস্টাগ্রামে ফ্যাশন ডিজাইনার তথা অভিনেত্রী মাসাবা গুপ্তা নবদম্পতির তরফে পাঠানো উপহারের ঝলক শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বাক্স ভর্তি মতিচুরের লাড্ডু আর একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন।
ওই চিঠিতে লেখা রয়েছে, 'আমরা বিয়েটা সেরে ফেললাম! আমরা খুব উত্তেজিত তোমাদের এটা জানাতে পেরে। ১১ বছর একসঙ্গে কাটানোর পর, দুই বেস্ট ফ্রেন্ড চণ্ডীগড়ে বিয়ে করল। পরিস্থিতির জেরে আমরা ওই বিশেষ দিনটাই আমার সব কাছের মানুষদের ডাকতে পারিনি। খুব সাধারণ একটা উপহার আমাদের এই বিশেষ মুহূর্তটা সেলিব্রেট করবার জন্য। অনেক ভালোবাসা আমাদের তরফে'।
- More Stories On :
- Rajkumar
- Patralekha
- Laddu