বর্ষা আর রবীন্দ্রনাথের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু গুলোর মধ্যে অন্যতম বর্ষা। এই বর্ষায় এমনই এক ভালোবাসার গান প্রকাশিত হল রাখা মিউজিক থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার মধ্যে যেমন দিয়েছেন প্রণয় প্রকাশের বার্তা তেমন করেই তুলে ধরেছেন বিরহে। স্বনামধন্যা গায়িকা ও আন্তর্জাতিক চিত্রকর সৌমিতা সাহার কন্ঠে প্রকাশিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের গান "ভালোবাসি ভালোবাসি"।
আরও পড়ুনঃ নতুন ছবির প্রস্তুতি শুরু মিমির
এই মিউজিক ভিডিওতে জায়গা করে নিয়েছে সৌমিতার আঁকা বহু প্রসংশিত ছবি "embossoming dusk" । গানের ডিজিটাল পোস্টার ও ভিডিও তে দেখা যায় সৌমি তার আঁকা ছবি। Embossoming dusk ছাড়াও দেখা যায় আরও একটি ছবি, ode to the memories। ভিডিও তে খুব নিপুন ভাবে ব্যাক্তিগত মূহুর্তের উপস্থিতি অনুভব করা গেলেও এই বিষয়ে গায়িকা মুখ খোলেননি। গানটির সঙ্গীত আয়োজন করেছেন অরিন্দম ভদ্র। সৌমিতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চিত্রকর হওয়ার পাশাপাশি একজন সফল গায়িকা। তিনি আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করেন ইভিএম অ্যালবামের মাধ্যমে। সৌমিতার গান 'ঈশ্ক্' প্রকাশিত হয় ফ্লোরিডার এক বিখ্যাত রেকর্ড কোম্পানি থেকে। তারপর তিনি কাজ করেছেন বিভিন্ন সিরিয়াল ও বাংলা সিনেমায় প্লেব্যাক গায়িকা হিসেবে।
- More Stories On :
- Soumita
- Rabindra Sangeet