মোট ২৪টি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। কোর্টে ঝড় তুলে বহুবার বিশ্বসেরা খেলোয়াড়দের ধরাশায়ী করেছেন তিনি। তিনবার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। একবার জিতেছেন পদকও। পদ্মভূষণ সাইনা নেহওয়ালের জীবন সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিণীতি চোপড়া। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সেই ঘোষণা করেই টুইটারে পরিণীতি শেয়ার করলেন নতুন পোস্টার।
বায়োপিক নিয়ে আবেগঘন ভারতের অন্যতম জনপ্রিয় শাটলারও। পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'নিজের ছবি সাইনার ঝলক দেখে আমি মুগ্ধ। গোটা টিমের জন্যই অনেক ভালবাসা। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।'
২০১৭ সালের এপ্রিল মাসে সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়। ছবিটির পরিচালনার দায়িত্ব নেন 'স্ট্যানলি কা ডাব্বা' খ্যাত পরিচালক অমোল গুপ্তে । সাইনার চরিত্রে প্রথমে শ্রদ্ধা কাপুরকে বাছা হয়েছিল। ব্যাডমিন্টন তারকা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন শ্রদ্ধা। পরে পরিণীতি চোপড়াকে 'সাইনা'র নাম ভূমিকায় নেওয়া হয়। ছবিতে সাইনার কোচ তথা প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপিচাঁদের চরিত্রে অভিনয় করছেন মানব কউল। সাইনার বাবা হরবীর সিং নেওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল ।
- More Stories On :
- Movie SAINA
- Poster release
- Parineeti Chopra