একসঙ্গে ৩৫টি ছবিতে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। টলিউডের একসময়ের হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি আবার ফিরছেন একসঙ্গে। ফেসবুক লাইভে এমনটা ঘোষণাও করেছেন দুজনে।
নতুন কোনও শো-তে ফের জুটি বাঁধছেন তাঁরা? না কি অন্য কিছু?
লাইভ থেকে জানা গেছে, ১৪ জুন জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ অংশ নিচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গে থাকবে ‘আয় খুকু আয়’-এর টিম। সোমবার লাইভ আড্ডায় তাই পাশাপাশি টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ আর ‘দিদি নম্বর ১’। ৩৫টি ছবির নায়ককে বহু দিন পরে পাশে পেয়ে উচ্ছ্বসিত রচনা। লাল শাড়িতে প্রতিদিনের মতোই নজর কাড়লেন সঞ্চালিকা। অন্যদিকে 'আয় খুকু আয়' এর ‘নির্মল মণ্ডল’ সুপুরুষ কালো শার্ট, ধূসর ট্রাউজার, ওয়েস্ট কোটে মাতিয়ে দিলেন। এখন শুধু টেলিকাস্টের অপেক্ষায় রয়েছেন সবাই।
আরও পড়ুনঃ ক্লিকের এনক্রিপটটেড নিয়ে উন্মাদনা
- More Stories On :
- Prosenjit Chatterjee
- Rachana Banerjee
- Didi no 1