প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ নিয়ে এত কথা উঠছিল। সব কথা বন্ধ হয়ে গেল। কারণ সুখবর শোনালেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসি পদ্ধতিতে মা হলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ইন্সটাগ্রামে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা।তবে শুধু প্রিয়াঙ্কাই নন, নিক জোনাস ও একই কথা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন দুজনে এর পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো বন্ধ করার কথা বলেছেন।
এই খবরটার পর নেটিজেন থেকে শুরু করে তারকারা সবাই দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। হুমা কুরেশি লিখেছেন, দারুণ খবর। দু’জনকে অনেক অভিনন্দন। পূজা হেগড়ে লিখেছেন, অনেক ভালোবাসা আর উজ্জ্বল মুহূর্ত পাঠালাম। খুব সুন্দর হোক সব কিছু। এষা গুপ্তা ভালোবাসা জানিয়েছেন। একই রকমভাবে অনুভূতির কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার পুরনো বন্ধু লারাও।
কয়েকদিন আগে প্রিয়াঙ্কা পদবী থেকে জোনাস কথাটা সরাতেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়। এবার সারোগেসি পদ্ধতিতে সন্তানের জন্মের পর সব জল্পনার অবসান ঘটালেন নিয়ঙ্কা।
- More Stories On :
- Priyanka Chopra
- NIck Jonas
- Baby born