গুরুতর আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মত্ত বাইকচালকের ধাক্কায় আহত হয়েছেন তিনি। বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।
জানা গেছে ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন এই দুই টলি তারকা। রাত ১১টা হবে। তখনই এক বেপরোয়া বাইক এসে তাদের ধাক্কা মারে। ধাক্কা দিয়েই পালিয়ে যান ওই বাইক চালক। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মত্ত চালকের খোঁজে শনিবার সকাল থেকে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে ওই মত্ত বাইক চালককে গ্রেফতার করে পুলিশ। এক্স রে করার পর জানা যায়, ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে। আজই হবে ওরিফ সার্জারি। ডাক্তার বিশাল ভগতের তত্তাবধানে ভর্তি আছেন তিনি। ভেঙে যাওয়া হাড় ঠিক করতে পায়ে বসানো হবে প্লেট। শনিবার বেলা তিনটে নাগাদ অস্ত্রোপচারের কথা অভিনেত্রীর।
- More Stories On :
- Priyanka Sarkar
- Arjun Chakraborty