বিগ বস ১৫-এর অন্যতম প্রতিযোগী প্রতীক সেহেজপাল বিগ বস ওটিটি -তে তার কাজের মাধ্যমে জনপ্রিয়তা পান। তখন থেকেই তিনি বাড়ির বাইরে এবং ভিতরে শিরোনাম তৈরি করছেন। প্রতীক বিগ বস ১৫-এ ইতিমধ্যে দর্শকদের পছন্দের মানুষ হয়ে উঠেছেন।
সলমন খান প্রথম উইকএন্ড কা বারে প্রতীককে প্রথম সপ্তাহে তার আচরণের জন্য বকা দিয়েছিলেন। তবে তার চরিত্র নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। প্রতীক নিজেও এই ঘটনার জন্য দুঃখিত ছিলেন। ঘটনাটির পর তার খুব মনখারাপ ও হয়।
তারপরে প্রতীক তার অনুরাগীদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলেন। তারা তার পক্ষে সমর্থন দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াতে গিয়েছিলেন। তার অনুরাগীরা এগিয়ে এসে প্রতীককের উপর তাদের ভালোবাসার বর্ষণ করেছেন।তারপরে #স্টেস্ট্রংপ্রতীক সপ্তাহান্তে ট্রেন্ডিং শুরু করে তাকে সহায়তা প্রদান করেন। #স্টেস্ট্রংপ্রতীক এখন ভারতে ১.১৮মিলিয়ন ট্যুইটের সঙ্গে ট্রেন্ড করছে। নিঃসন্দেহে প্রতীক আপ্রাণ চেষ্টা করছেন এবং রিয়েলিটি শোতে তার সেরাটা করছেন। তিনি বলেন ট্রফি জেতাই তার একমাত্র লক্ষ্য।
- More Stories On :
- Pratik Sehajpal
- Big Boss