বাংলাদেশ থেকে সোজা কলকাতা চলে এলেন সেখানকার অন্যতম চর্চিত অভিনেত্রী পরীমণি। তার কলকাতায় আসার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ফেসবুকে ৯টি ছবি পোস্ট করেছেন তিনি।
হলুদ এবং কালো রং-এর পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যদিও তাঁর পরিচয় গোপন করেছেন বাংলাদেশের অভিনেত্রী। ছবিগুলির উপর লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভাল ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। এছাড়া আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যেখানে দেখা গেছে সাউথ সিটিতে শপিং করছেন তিনি। যদিও সেই ছবিগুলোর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো এপ্রিলে তোলা।
তবে কি কারণে তার এই কলকাতায় আসা? সূত্র মারফত জানা গেছে পরীমণি কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। তবে কতদিন কলকাতায় থাকবেন সেই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।