বাংলাদেশের বহু-আলোচিত অভিনেত্রীর নাম পরীমণি। বর্তমানে বিভিন্ন খবরের হেডলাইনে প্রায়ই যে বাংলাদেশি অভিনেত্রীকে পাওয়া যায় তিনি সেই পরীমণি। রবিবার তাঁর জন্মদিনের রাত-উত্সবের নিমন্ত্রণপত্র ছিল বিমানের টিকিটের মতো। 'বোর্ডিং পাস' লেখার পাশেই খাঁটি হৃদয় নিয়ে পরীমণির সঙ্গে জীবনভর ওড়ার আহ্বান।
ঢাকার এক পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লু তে জন্মদিনের উত্সব ছিল। বিমানের ককপিটের আদলে সেট তৈরি করা হয়েছে। লেখা ঝুলছে--- 'ফ্লাই উইথ পরীমণি'। বিপদের দিনের বন্ধুদেরই কেবল এ বার ডেকেছেন। জমকালো পার্টিতে খাঁটি হৃদয় নিয়ে সত্যিই ওড়ার স্বাদ! অভিনব এই পরিকল্পনা। উল্লেখ্য, গত বছর পরীমণির জন্মদিন উত্সবে মূল ভাবনা ছিল ময়ূর। পাঁচতারা হোটেলের সবটুকু জায়গা জুড়ে বানানো হয়েছিল সবুজ অরণ্য। ঢোকার মুখে ছিল ময়ূরের ম্যুরাল। ভিতরটাও ছিল ময়ূর-পালকে সাজানো। আর স্বয়ং পরীমণি ময়ূরের বেশে ঘুরছিলেন।
গত রাতে দাদুর স্নেহ-চুম্বনের মাধ্যমে নায়িকার জন্মদিন পালন শুরু হয়। আজ দিনের বেলায় ছোট ছেলেমেয়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন। বিভিন্ন বিতর্কের মধ্যে থাকা পরিমণির চারপাশটা বিশেষ দিনে রঙিন হয়ে উঠেছে।