আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তাই তো দিন গোনা শুরু হয় গেছে কারণ কদিন পরেই দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই বাঙালির সব থেকে বড় উৎসব আর সাথে নতুন জামকাপড়। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক শিশু আছে যারা বাবা - মা পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত। তারা হয় কোনো সরকারি বা বেসরকারি অনাথ আশ্রমে থাকে নয়তো বা ফুটপাতে তাদের ও আমাদের মতোই পুজোয় নতুন জামা গায়ে দিয়ে ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করে।
তাই এবার পুজোর আগেই প্রায় ১০০ জন শিশু পুজোর আনন্দে মেতে উঠলো কারণ পিঙ্কি ঘোষ তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও Next Envision NGO এর তরফ থেকে তাদের হাতে তুলে দিলো নতুন জামা, সেই নতুন জামা পরেই তারা ঠাকুর দেখতে যাবে। Next Envision NGO এর সাথে রয়েছেন রিঙ্কি ঘোষ, শান্তনু কর্মকার, সর্গীয় সৌরভ বনিক, নিবেদিতা হালদার, পুনম বিশ্বাস, মৌমিতা বিশ্বাস চ্যাটার্জী, রিয়া সাহা, অদিতি বিশ্বাস এবং শোমা আগরওয়াল। এভাবেই যদি আমরা সবাই একে অপরের পাশে দাড়াই তবেই তো এগিবো আমরা। পিঙ্কি ঘোষের জন্মদিনের অনেক অনেক শুভ কামনা 'জনতার কথা' টিম এর পক্ষ থেকে। পিঙ্কি ঘোষ এবং তার টিম এর প্রত্যেক কে এই উদ্যোগ জন্যে কুর্নিশ জানায়।
- More Stories On :
- Pinki Ghosh
- Next Envision NGO