অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বাবলির সঙ্গে 'মন-খারাপ' শেয়ার করবেন পাভেল। ব্যাপারটা শুনতে কেমন একটা লাগছে। কিন্তু এটাই হতে চলছে। কারণ পাভেলের আগামী ছবি 'মন-খারাপ'-র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা কে।
আগামী ২৩ জুলাই থেকে শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা। কাজটা চলবে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত। তার মধ্যে পুরুলিয়াতে আউটডোরও রয়েছে। এই ছবিতা প্রায় ১১টি ভিন্ন চরিত্রে রয়েছে প্রিয়াঙ্কা।
সোশ্যাল মিডিয়াতে পাভেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন,'আমি জানিনা কীভাবে তোমাকে ধন্যবাদ জানাবো, কিন্তু এটা বলতে পারে এই প্রোজেক্টের জন্য নিজের সেরাটা দেব।'
এই ছবিতে একজন সাইকোলজিস্টের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে কৌশিক সেন, ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্য, অবন্তিকা সহ আরও অনেকেই।
- More Stories On :
- Pavel
- Bengali Movie
- Priyanka
- Babli
- Ankush