পি অ্যান্ড সি ফ্যাশন ক্লাব এই বছর হায়াতে আত্মপ্রকাশ করে। বিল্কিস পারভিনের মূল উদ্যোগে এখনে উপস্থিত হন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, অভিনেত্রী পায়েল মুখার্জি সহ আরও অন্যান্যরা।
আরও পড়ুনঃ অলিম্পিকের আগে ২৫ দিন অনুশীলন করতে পারেননি বজরং পুনিয়া। কারন জানেন?
এই সংস্থাই এখনও পর্যন্ত ২৮ আগস্ট তাদের প্রতিযোগীদের ফাইনাল এবং গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য বেশ কিছু বড়ো বড়ো ব্র্যান্ড যুক্ত হয়েছে। ফাইনালের দিন র্যাম্প ওয়াকের পাশাপাশি তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এই ফাইনালকে কেন্দ্র করে দুদিন ব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ কোহলিদের সিরিজে এগিয়ে যাওয়া আটকে দিল বৃষ্টি
৭ ও ৮ আগস্ট পুরো গ্রুমিং হয় হোটেল অ্যাভিনিউতে। এই গ্রুমিং সেশনে প্রতিযোগীদের র্যাম্প ওয়াক এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই গ্রুমিং-এ যে কয়েকজন বিশেষ মানুষ উপস্থিত ছিলেন তারা হলেন স্বাগতা পাল, রাখী শ, সোমশুভ্র চক্রবর্তী, নাহিদা বেগম, জেবা শাহিদ হায়দার সহ আরও অনেকে।
- More Stories On :
- P & C Fashion Club
- Grooming
- Fashion. Ramp