শেষ হল বাংলার প্রথম সিঙ্গল শট ফিল্ম 'গোপনে মদ ছাড়ান'-এর শ্যুটিং। বাংলা ভাষায় প্রথম সিঙ্গেল শট ছবি ‘গোপনে মদ ছাড়ান’। এক রাতে তিনটি ছেলে মদ খুঁজতে বেরোয়৷ এই জার্নিকে কেন্দ্র করেই গল্পটা এগোয়। ছবিটার পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায়। প্রযোজক অভিনব ঘোষ। ছবিতে অভিনয় করেছেন সোহম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু, রুকমা রায়, মেঘা চৌধুরী, ঐশ্বর্যা সেন, সম্রাট মুখোপাধ্যায়, লোকনাথ দে, পুষাণ দাশগুপ্ত, প্রদীপ ধর ও অনিমেষ ভাদুড়ি।টলিগঞ্জের রিজেন্ট পার্কের কাছে এই ছবিরই শুটিং চলছিল।
এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী রুকমা রায় জানালেন, ‘আমার চরিত্রটা অসাধারণ। ছবিটা না দেখলে সেটা বোঝাটা খুব মুশকিল।নর্থে আমরা শুটিং করেছি। রাত্রিবেলা অনেক সমস্যা হয়েছে, কিন্তু প্রচণ্ড মজা করে শুটিং করেছি।’
অভিনেতা ঐশ্বর্য সেন জানালেন, ‘আমি এখন আর ঐশ্বর্য নই। আমি এখন সায়নী। আর আমি সায়নী কেন তার জন্য সবাইকে দেখতে হবে ‘গোপনে মদ ছাড়ান’। আমি খুব লাকি মনে করছি যে তথাগত দা আমাকে এই প্রোজেক্টের একটা অংশ হিসাবে আমাকে ভেবেছে বলে।’
আরও পড়ুনঃ চূড়ান্ত উত্তেজনার ম্যাচে শেষমুহূর্তের গোলে নাটকীয় জয় ভারতের
- More Stories On :
- Gopone Mod Charan
- One shot Movie