বি আর চোপড়ার মহাভারতে অভিনয় করে সকলের জনপ্রিয়তা পেয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। সেখানে ভগবান শ্রী কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই অভিনেতাই ১২ বছরের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন।
নীতিশের স্ত্রী স্মিতা গাটে একজন আইএস অফিসার। এটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে। বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। এমনকী, সন্তানদের ব্যাপারেও কথা বলেননি সংবাদমাধ্যমের সাথে। শুধু জানিয়েছেন, তিনি এখনও বিয়েতে বিশ্বাস করেন।
নীতিশ আরও জানান, একটা বিয়ে ভাঙার পিছনে একাধিক কারণ থাকে। তবে এতে সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানরা। ৫৮ বছর বয়সী এই অভিনেতা মহাভারতে অভিনয় করা ছাড়াও সারা আলি খানের ডেবিউ সিনেমা ‘কেদারনাথ’-এ অভিনয় করেছিলেন তিনি। একটি ওয়েব সিরিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুর ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছিল। সঙ্গে হৃতিক রোশনের সাথে ‘মহেঞ্জোদাড়ো’তেও অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মারাঠি সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।
- More Stories On :
- Nitish Bharadwaj
- Divorce