অবিনাশ রাউতের পরিচালনায় এ আর ফিল্মস স্টুডিও প্রোডাকশন তাদের প্রথম রিয়্যালিটি শো নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। মহিলা প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করবে যার মধ্যে রয়েছে অভিনয়, নাচ এবং মডেলিং। এই রিয়্যালিটি শো বিচারক হিসাবে থাকবেন বলিউডের টেলিভিশন অভিনেত্রী মৃণালিনী ত্যাগী, ম্রুনালিনী সেনাপতি, কলকাতা ও তেলেগুর অভিনেত্রী পায়েল মুখারজি, হরিনাভীর অভিনেত্রী রেণু সাহারাণ প্রমুখ।
ইতিমধ্যে বেঙ্গালুরু, চণ্ডীগড়, আহমেদাবাদ ও দিল্লিতে ইতিমধ্যে অডিশন নেওয়া হয়েছে। বর্তমানে কলকাতায় অডিশন নেওয়া হচ্ছে এবং এখান থেকে প্রতিভা তুলে আনার প্রচেষ্টা চলছে। ‘গোল্ডেন গার্ল’ নামে এই রিয়্যালিটি শো এর প্রোমো শুটের প্রথম লুক প্রকাশিত হল কলকাতার এপি স্টুডিয়োতে।
হায়দরাবাদে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রিয়্যালিটি শো এর শুটিং। বিজয়ীকে ৬ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। দ্বিতীয় স্থান অর্জনকারীকে টিভিএস জুপিটার বাইক দেওয়া হবে। বাকী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে ভিভোর সর্বাধুনিক মডেলের ফোন।
আরও পড়ুনঃ বগটুই কাণ্ডঃ 'অনুব্রত মন্ডলের কল রেকর্ড আগে ধরা উচিত,' দাবি শুভেন্দুর
- More Stories On :
- Reality Show
- New Reality Show