বচ্চন পরিবারে খুশির খবর। বাবা হলেন ‘রং দে বসন্তী’-র অভিনেতা কুণাল কপূর। তাঁর স্ত্রী নয়না বচ্চন আজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই বলিউড অভিনেতা টুইট করে প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন তাঁর ভক্তদের। কুণাল লিখলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্রসন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।’
কুণাল পোস্ট করার পর তার এই পোস্টের কমেন্ট বক্সে বলি তারকাদের শুভেচ্ছার জানিয়েছেন। যার মধ্যে রয়েছেন হৃতিক রোশন, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, অঙ্গদ বেদী, দিনো মোরিয়া প্রমুখ। শুধু তাই নয় অভিষেক বচ্চন এবং তাঁর দিদি শ্বেতা বচ্চন তাঁদের পরিবারের নতুন ছোট্ট সদস্যকেও কমেন্টে একরাশ ভালোবাসা পাঠিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে অভিষেক বচ্চনের তুতো বোনের সঙ্গে বিয়ে হয় কুণালের। নয়নার সঙ্গে মাঝে মাঝেই ছবি পোস্ট করতে দেখা যায় ‘লগা চুনরি মে দাগ’ এর অভিনেতাকে।
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে বাংলার রবির উদয়, চোখে বিশ্ব জয়ের স্বপ্ন
- More Stories On :
- Kunal Kapoor
- Father