বেসপোক ফাইন জুয়েলারি ব্র্যান্ড অরনামেন্ট। এই জুয়েলারি ব্র্যান্ড কলকাতায় তাদের পথচলা শুরু করল। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট মডেল দিতি সাহা ও জেসিকা অ্যারন। এছাড়া ছিলেন এই জুয়েলারির কর্ণধার সুষমা মালু ও প্রদ্ধ্যুমান মালু।
মডেল দিতি সাহা জানান, 'খুবই ভালো লাগছে এই ব্র্যান্ডের পার্ট হতে পেরে। এদের জুয়েলারিগুলোও অ্যাভর্ডেবেল প্রাইজের মধ্যে।' সুষমা মালু জানালেন, 'কলকাতা আমার প্রিয়। কলকাতার মানুষদের আমার খুব ভালো লাগে। তাই এখানে এসে আমাদের ব্র্যান্ড লঞ্চ করার অনুভূতিটা আলাদা। অন্যান্য ব্র্যান্ডের থেকে আমাদের ব্র্যান্ড সম্পূর্ণ আলাদা।'
বিভিন্ন রকমের সুন্দর ডিজাইনের জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। দাম শুরু ১০ হাজার টাকা থেকে। ইতিমধ্যেই এই জুয়েলারি ব্র্যান্ড নিয়ে উন্মাদনা শুরু হয়েছে।
- More Stories On :
- Jewellery
- Jewellery Brand