সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সাংস্কৃতিক গৌরবময় উন্নয়ন সাধনে তারা বদ্ধপরিকর। তাই শিল্প সংস্কৃতির বিকাশকে অব্যাহত রাখতে রাজারহাট-গোপালপুর এলাকার সমস্ত গুণী ও প্রতিভাবান শিল্পীদের জন্য এক সংস্কৃতি উন্নয়নক্ষেত্রের আয়োজন করা হয় শিল্পী অদিতি মুন্সীর উদ্যোগে। আমরা আনুষ্ঠানিকভাবে নাগেরবাজার অজিতেশ মঞ্চে তার শুভ সূচনা করেন। এলাকার সাংস্কৃতিক গরিমা বর্ধন ও প্রগতির জন্য এই ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।
আরও পড়ুনঃ এরোটিক ভিডিয়ো মানে পর্ন নয় : শিল্পা শেট্টি
এরকম একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেমেন্দ্র ঘোষ, দেবাশিষ দেব, গৌতম দাস, শ্রীদ্ধা প্রামানিক প্রমুখ। শিল্পী অদিতি মুন্সী বলেন এই ফোরাম টলিউড ফোরামের থেকে কোনো আলাদা নয়। কোনো ভিন্ন নয়। সমগ্র শিল্প জগতের উন্নয়নের কল্যাণে এই উদ্দ্যোগ। এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে উচ্ছ্বসিত সকলে।
- More Stories On :
- Aditi Munshi
- Singer