নববারাকপুর প্রথম বর্ষ বইমেলার রাজা রামমোহন রায় মঞ্চে কবি সন্মেলন হল। স্থানীয় কবি লেখক রা তিনটি করে স্বরচিত কবিতা পরিবেশন করেন এদিন।অংশগ্রহণ কারী কবিরা হলেন সীমা মালো, সুকান্ত রায়, তৃপ্তি ভট্টাচার্য, বনানী চক্রবর্ত্তী, লীলাবতি বিশ্বাস, বিকাশ দত্ত,লক্ষ্মীনারায়ন চক্রবর্তী, অর্ঘ্যদীপ আচার্য, মেঘমালা বসু, পলাশ পাল, উত্তম দত্ত, শোভন ঘোষ প্রমুখ।
বইমেলায় সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি কালিদাস ভদ্র। এদিন মঞ্চে ছড়াকার শোভন ঘোষের কাব্যগ্রন্থ ননসেন্স! প্রকাশ করেন নববারাকপুর শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড.অনিরদ্ধ বিশ্বাস। এদিন মঞ্চে উপস্থিত কবিদের সন্মানিত করা হয় সংস্থার পক্ষ থেকে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় নববারাকপুর বইমেলায় শুভ উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বইমেলায় ১১ টি প্রকাশনা সংস্থা ও চারটি লিটল ম্যাগাজিন বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে স্থানীয় মজলিস প্রাঙ্গণে। জমজমাট বইমেলা সুদৃশ্য মঞ্চে প্রতিদিন বইপ্রেমীদের উপস্থিত বেশ ভালো সাড়া ফেলে এলাকায় ।মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা।
আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে উঠে সঞ্চালককে সপাটে চড় উইল স্মিথের!
- More Stories On :
- New Barrackpore Book Fair
- Book Fair