আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের জন্মদিন। ৪৮ বছরে পা দিলেন তিনি। কাল রাত ১২টা বাজার পর থেকেই তাঁর অগুনিত ফ্যান শুভেচ্ছা জানিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ায় ঋত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর সবথেকে কাছের মানুষ ঋত্বিক রোশনের মা পিঙ্কি রোশন।
হৃতিকের ডাক নাম ‘ডুগু’। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর মা ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদ, ছেলে, মা এবং তাঁর ছেলে ডুগ্গুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি জন্মে অপরে বেঁচে থাকার রসদ জুগিয়েছ। ভালো থাকতে শিখিয়েছ। তুমি কখনও কিছু চাওনি। শুধুমাত্র চোখের মধ্যে দিয়ে নিজের আবেগ প্রকাশ করেছ। নিজের বিশুদ্ধ মনোভাব দিয়ে সত্যের পথ দেখিয়েছ। তোমার কাছে কথা বলার সমস্যা একটা চ্যালেঞ্জের মতো ছিল। তুমি নিজের কাছেই নিজে একটি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তুমি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে তুমি আশীর্বাদপ্রাপ্ত। শুভ জন্মদিন। আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে। ১০-০১-৭৪ সালে এক নক্ষত্রের জন্ম হয়েছিল’।
এদিকে জন্মদিনের ভক্তদের খুশির খবর দিলেন অভিনেতা। আসন্ন ছবি ‘বিক্রম বেদা’-র প্রথম লুক শেয়ার করলেন তিনি।
- More Stories On :
- Hrithik Roshan
- Birthday
- Wish