নতুন প্রযোজনা সংস্থা 'মিষ্টি দই আনলিমিটেড'। এই প্রযোজনা সংস্থাই তাদের প্রথম প্রোজেক্ট লঞ্চ করতে চলেছে। তাদের প্রথম কাজ একটি মিউজিক ভিডিও যার নাম 'মর্ডান নারী'। 'মর্ডান নারী'মিউজিক ভিডিওটি মহিলাদের কথা তুলে ধরবে। তাদের গল্প বলবে। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে এই মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওর পরিচালক দীপাঞ্জন রায়। প্রযোজনা করেছেন অম্লান সেন। অদিতি বোসের সঙ্গীত পরিচালনায় এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সকলের প্রিয় সন্দীপ্তা সেন। গান গেয়েছেন উজ্জয়িনী। নতুন প্রযোজনা সংস্থা হলেও খুব যত্নভাবে পুরো কাজটা করা হয়েছে।
পরিচালক দীপাঞ্জন রায় জানালেন,'এখানে ড্যান্স নাম্বার রয়েছে, র্যাপ রয়েছে, আবার আগমনীর একটা ফিল রয়েছে। বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ। ৬ অক্টোবর মুক্তি পাবে। আপনারা দেখে ফিডব্যাক দেবেন।' এই প্রোজেক্ট নিয়ে সন্দীপ্তা জানালেন,'মিষ্টি দই এর প্রথম প্রোজেক্ট এটা। খুব ভালো লাগলো। অনেকক্ষেত্রে প্রথম কাজে কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। দীপাঞ্জনের কথা বলবো। কোন লাইনে কি কম্পোজিশন হচ্ছে, কি শট ডিভিশন হচ্ছে সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে। এখন দর্শকরা কেমন ফিডব্যাক দেন তার অপেক্ষায় রয়েছি।' উজ্জয়িনী জানালেন,'এই গানটা নিয়ে আমরা খুব হোপফুল। এবার দর্শকদের কেমন লাগছে সেটা জানার পালা।
- More Stories On :
- Mishti Doi Unlimited
- Mordern Nari