বলিউডে পরপর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। সোমবার কোভিড পজিটিভ হওয়ার খবর আসে করিনা কাপুর খান ও অমৃতা আরোরার। এবার করোনায় আক্রান্ত হলেন করিনা ও অমৃতার দুই ঘনিষ্ঠ বন্ধু মাহিপ কাপুর ও সীমা খান।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে পাঞ্জাবি শিখেছেন ক্যাটরিনা, জানালেন ননদ
অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী পেশায় মাহিপ পেশায় জুয়েলারি ডিজাইনার। অন্যদিকে অভিনেতা সোহেল খানের পত্নী ফ্যাশন ডিজাইনার সীমা খান । দুজনকেই পাওয়া গেছে মিলেছে নেটফ্লিক্সের ‘দ্য ফাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’সিরিজে। মাহিপের কোভিড আক্রান্ত হওয়ার খবর নিয়ে স্বামী সঞ্জয় কাপুর জানান, ‘হ্যাঁ, মাহিপের কোভিড রিপোর্ট পজিটিভ, হালকা উপসর্গ রয়েছে। এই মুহূর্তে ও হোম-আইসোলেশনে রয়েছে’। সংবাদ সংস্থা এএনআই মারফৎ জানা গেছে, সীমা খান সবার প্রথম কোভিড আক্রান্ত হন এবং সে কথা না জেনেই করণ জোহরের পার্টিতে হাজির হয়েছিলেন সোহেল পত্নী। গত ৮ ডিসেম্বরের ওই পার্টিতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন করিনা-অমৃতাও। সীমারও কোভিডের সামন্য উপসর্গ রয়েছে। গত ১১ ডিসেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে সীমার, জানিয়েছে বিএমসি। এরপর কোভিড পরীক্ষা করান করিনা, অমৃতারাও।
- More Stories On :
- Maheep Kapoor
- Seema Khan