দাদার বায়োপিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে। বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলি। তাই সাধারণ মানুষের মতো দাদার জনপ্রিয় ফ্যান্স ক্লাব মহারাজের দরবারের প্রেসিডেন্ট মানস চট্টোপাধ্যায় বেশ উচ্ছ্বসিত। জনতার কথার প্রতিনিধি সায়ন্তন সেনকে ফোনে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।
জনতার কথাঃ দাদার বায়োপিক হবে এটা আমরা অনেক আগেই খবর পেয়েছি। অবশেষে দাদা সই করে বায়োপিকে অফিশিয়াল শিলমোহর দিলেন। কতটা উচ্ছ্বসিত?
মানসঃ খুব ভালো লাগছে। এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন তেন্ডুলকরের বায়োপিক হয়েছে। এবার দাদার বায়োপিক হচ্ছে। দাদা মানেই ইন্ডিয়ান ক্রিকেটের অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা জানিনা বায়োপিকে অ্যাকচুয়াল কি দেখানো হবে বা কতটা দেখানো হবে। তবে আমরা আশা করছি তাঁর জীবনের ওঠা-পড়া অনেকটাই দেখানো হবে। সো এক্সাইটেড আমরা। দেখা যাক কি হয়।
জনতার কথাঃ দাদার বায়োপিকে ঋত্বিক রোশন না রণবীর কাপুর কাকে দেখতে চান?
মানসঃ আমার পছন্দ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নিজেই এই চরিত্রে সবথেকে কমফরটেবল। কিন্তু সেটা তো হবেনা। বাট যেই হোক তিনি কিভাবে সবটা ফুটিয়ে তোলেন, কিভাবে এক্সপ্রেশন দেন সেটা দেখার।
জনতার কথাঃ দাদার বায়োপিক হচ্ছে। আপনাদের কোনও সেলিব্রেশন বা অনুষ্ঠান করার ভাবনা রয়েছে?
মানস- আপাতত কিছু নেই। তবে বায়োপিক যখন বেরোবে তখন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো সবাই। তবে সবকিছুই রয়েছে পরিকল্পনার মধ্যে।
জনতার কথাঃ অনলাইনে কিছু প্ল্যান কি আছে?
মানসঃ অনলাইনে একটা ভিডিও করবো।আট থেকে আশি কি বলতে চাইছে তাদের মতামত নিয়ে একটা ভিডিও করবো।
- More Stories On :
- Sourav Ganguly
- Biopic
- Manas Chatterjee