চুল এখন একটা স্টাইলের জিনিস হয়ে দাঁড়িয়েছে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও হেয়ার স্টাইলে এক্সপার্ট। চুল বড় করা থেকে শুরু করে, বিভিন্ন স্টাইলের হেয়ার কাটিং সবকিছুই নজর কাড়ছে। কিন্তু একবার ভাবুন তো সাধের বড় চুল যদি কেউ কেটে ফেলে। কষ্ট তো হবেই। কিন্তু এখানে আবার চুল কাটার কারণটার পিছনে একটা মহৎ কাজ রয়েছে। আর এই মহৎ কাজটা করলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনের ছোট ছেলে রেয়ান।
রবিবার জাতীয় ক্যানসার দিবস উপলখ্যে ক্যানসার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন রেয়ান। সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ারও করেছেন মাধুরী। লিখেছেন,‘সব হিরোরা টুপি পরে না। কিন্তু আমার হিরো পরে রয়েছে। আজ জাতীয় ক্যানসার দিবস। আর আজকের দিনে আমি সবার সঙ্গে একটা বিশেষ কথা ভাগ করে নিতে চাই। বছর ২ আগে আমার ছেলে রেয়ানের ক্যানসার আক্রান্তদের দেখে খুব কষ্ট হয়েছিল। কেমোর ফলে প্রায় সব ক্যানসার আক্রান্তদেরই চুল ক্ষতিগ্রস্থ হয়। এরপর আমার ছেলে সিদ্ধান্ত নেয় ওইসব ক্যানসার রোগীদের জন্য নিজের চুল বাড়ানোর। বাবা-মা হিসেবে রেয়ানের এই সিদ্ধান্তে আমরা খুব গর্বিত হয়েছিলাম’।
- More Stories On :
- Madhuri Dixit. Reyan